প্রসেনজিৎ বিশ্বাস, বাংলাদেশ, আরশিকথাঃ
ঈদকে টার্গেট করে সাম্প্রতি দৃশ্যধারণ সম্পূর্ণ হলো সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হট বাপের কুল ছেলে’।
রুহুল আমিন পথিকের গল্পে আরিফুল ইসলাম রাজের পরিচালনায় ধারাবাহিকে অভিনয় করেছেন আবু খায়ের মাহমুদ হাসান, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, রিমু রোজা খন্দকার, সুমন পারভেজ, দেলোয়ার উদ্দিন , শাকিল শাহ, মালিশা রুহি, প্রিন্স সিপু সিদ্দিকী সহ আরো অনেকে।
নির্মাতা আরিফুল ইসলাম রাজ জানান, আসছে কোরবানীর ঈদে জনপ্রিয় আইকন ফ্লিক্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ঈদুল আজহার ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে।
আরিফুল ইসলাম রাজ বলেন, বাবা ও ছেলের অসাধারণ একটি গল্প। বাবার শখ পূরণ করে। বাবা ছেলেকে ছোট থেকে বড় করে, বাবার মনের বেশ কিছু শখ আহ্লাদ থেকে যায় । একটা সময় বাবার শখ আহ্লাদ পূরণ করার জন্য ছেলে রাজি হয় এবং বাবা ছেলের ভিন্ন রসায়ন! বাবার নামে ছেলের কাছে মজার সব অভিযোগ আসে। ছেলে সেসব হজম করে। বাবা মোটর সাইকেল নিয়ে সারা গ্রাম ঘুরে এ ওর সাথে ঘটিয়ে চলে নানান অনুঘটন! এভাবেই গল্প এগিয়ে চলে। এই নাটকে খুবই মজার একটি ক্যারেক্টার বাবা, তাকে আমরা তিনটি লুকে দেখি। আ.খ.ম ভাই এই প্রথম জমজ চরিত্রে অভিনয় করলেন। এছাড়াও টুনি,সাদিক ও সম্রাট চরিত্রগুলোর প্রতি দর্শকের আলাদা মনোযোগ থাকবে বলে আশা রাখি। আশা করি ৭ পর্বের ধারাবাহিকটি দেখে আপনাদের ঈদ আনন্দে যোগ করবে নতুন মাত্রা।
জানতে হলে চোখ রাখুন আইকন ফ্লিক্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ঈদুল আজহার অনুষ্ঠানমালায়।
আরশিকথা বিনোদন
২২ জুন, ২০২৩