Type Here to Get Search Results !

শীতলক্ষ্যা তীরের ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদঃ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি,ঢাকা, আরশিকথাঃ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দখল করে নির্মাণ করা ১০টি পাকা দালানসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে রোববার (১৮ জুন) দুপুরে নদীর পূর্ব তীরে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় নদীর সীমানা পিলারের অভ্যন্তরে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা ১০টি পাকা দালান, পাঁচটি সেমিপাকা ঘর ও বেশ কয়েকটি পাকা দেয়ালসহ ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এর মধ্য দিয়ে অবৈধ দখলমুক্ত করা হয় নদীর এক কিলোমিটার জায়গা।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ, উপপরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৮ই জুন, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.