Type Here to Get Search Results !

যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক করণীয় বিষয়ে মতবিনিময় সভাঃ বাংলাদেশ

মোঃ শাহ্ জালাল, ফরিদপুর, আরশিকথাঃ  


ফরিদপুরে নাটাবের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক একমত বিনিময় সভা আজ সকাল ১১ টায় ফরিদপুর শহরের পরিচর্যা হাসপাতালে মিলনায়তন অনুষ্ঠিত হয়। নাটাবের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ‌ ডক্টর এম এ জলিল, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন আজাদ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান। এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এতে যক্ষা রোগের তুলে ধরে আলোচনা করা হয়।সভায় বক্তারা বলেন নিয়মিত চিকিৎসা করলে ‌ যক্ষা রোগ নিরাময় করা সম্ভব ।  প্রতিবছর ‌ কয়েক হাজার লোক যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরমধ্যে ২০২২ সালে ১৫৭৭ জন এবং ২০২১ সালে ‌ ১২৮৯ জন লোক এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বক্তারা বলেন যক্ষা রোগের বিভিন্ন উপসর্গ তুলে  ধরেন।এবং এ ব্যাপারে প্রচারণার জন্য  গণমাধ্যম কর্মীদের ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৮ই জুন, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.