উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট,আরশিকথাঃ
যুদ্ধকালীন ৯ নং সেক্টরের সুন্দরবন সাবসেক্টরের সেকেন্ড-ইন কমান্ড,বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব,বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শরণখোলা সরকারি ডিগ্রি কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৫ টায় বাগেরহাট জেলার শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় মরহুম শামসুল আলম তালুকদারের মেয়ে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট তালুকদার ফারহানা জাহান নিপার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল।
এছাড়াও সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর আকন,বিএনপি নেতা মোল্লা মিজানুর রহমান,শহিদুল ইসলাম লিটন,জালাল হোসেন শিকদার,শামিম হাসান বাচ্চু সহ শরণখোলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন,শরনখোলা ভাষানী কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন।এছাড়াও বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।