Type Here to Get Search Results !

ওড়িশার (তিন) ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮, আহত ৬৫০-এর অধিকঃ আরশিকথা দেশ-বিদেশ

বিশেষ প্রতিনিধি, আরশিকথাঃ


সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ততই মৃত ও আহতের সংখ্যা। চারিদিকে শুধু কান্না, মৃত্যু, হাহাকার। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ।



ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শালিমার-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে।  রেল সূত্রে পাওয়া শেষ খবর, প্রথমে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। দুই ট্রেনের সংঘর্ষের পরে করমণ্ডলের একাধিক কামরা পাশের লাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর গিয়ে পড়ে।



কার্যত দেশলাইয়ের বাক্সের মতো উল্টে যায় একের পর এক কামরা। মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৩রা জুন ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.