রাজ্যে পালিত হলো বিশ্ব সাইকেল দিবস। এই উপলক্ষে শনিবার আগরতলায় বাইসাইকেল র্যালি হয়। এদিন সকালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
এ বছর সাইকেল দিবসের ভাবনা "স্বাস্থ্যের জন্য সাইকেল"। বাইসাইকেল চালনা শরীর ও স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি পরিবেশ দূষণ রোধেয় সহায়ক। তাই মানুষের মধ্যে সচেতনতা জাগানোর লক্ষ্যেই এই র্যালীর আয়োজন করা হয়।পতাকা নেড়ে র্যালির সূচনা করেন সিএমও ডাঃ দেবাশীষ দাস। তিনি শরীর সুস্থ রাখতে মানুষকে সাইকেল চালানোর পরামর্শ দেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩রা জুন ২০২৩