ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হিমসাগর আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আরশি কথাজুন ১৫, ২০২৩
0
প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর, আরশিকথাঃ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ৫০০ কেজি হিমসাগর আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে একটি পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরায় পৌঁছেছে। দুপুরে স্থলবন্দরের দুদেশের শূন্যরেখায় উপহারের আমগুলো গ্রহণ করেন ভারতে নিযুক্ত ত্রিপুরা রাজ্যের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ।
পরে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর হাতে এই সুমিষ্ট উপহার তুলে দেন। প্রধানমন্ত্রীর এ আম উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
সকালে সড়ক পথে একটি পিকআপ ভ্যানে করে মোট ১০০ কার্টনে ৫০০ কেজি মৌসুমী ফল হিমসাগর আম এসে আখাউড়া স্থলবন্দরের চেকপোস্টে পৌঁছায়। আমের চালানটি কাস্টম ক্লিয়ারিংস অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের দায়িত্বে ছিলেন শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।
এ সময় স্থলবন্দরের শূন্যরেখায় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিবদ্বয় রেজাউল হক চৌধুরী ও মো. আল আমিন এবং সি অ্যান্ড এফ এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে মৌসুমী ফল আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।