Type Here to Get Search Results !

শান্তির বাজারে নাড্ডার সমাবেশ ১৭ইঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


আগামী ১৭ জুন শান্তিরবাজার স্কুল মাঠে সমাবেশ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি অবশ্য ১৬ তারিখেই রাজ্যে আসবেন। পর দিন সকালে দুইজন প্রবৃদ্ধের বাড়িতে যাবেন। বেলা ১১টা থেকে শান্তিরবাজারে সমাবেশ শুরু হবে। ১৭ তারিখেই বেলা দেড়টায় রাজ্য ত্যাগ করবেন তিনি। সমাবেশে রাজ্যের ৩ সংসদ, মুখ্যমন্ত্রী সহ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকবেন।

বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জে পি নাড্ডার শহর সূচী সম্পর্কে বিস্তারিত জানান দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর মেয়াদকালের সাফল্য জনসমক্ষে তুলে ধরার যে কর্মসূচী হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই সমাবেশ বলে জানানো হয়। ইতিমধ্যে নাড্ডার সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৪ই জুন ২০২৩



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.