গত বছরের ডিসেম্বর মাসে ব্যাঙ্গালুরুতে দুর্ঘটনার কবলে পড়েন উদয়পুরের তসলিমা বেগম। সেখানে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন ঐ যুবতি।দুর্ঘটনায় তার মাথাতে গুরুতর আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় ব্যাঙ্গালুরুতে তার চিকিৎসা করানো হয়। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আনুমানিক ৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন মা বুলবুল বেগম। সেখান থেকে চিকিৎসা করিয়ে একটু সুস্থ হওয়ার পর মেয়েকে নিয়ে উদয়পুরের জগন্নাথ দীঘির ভাড়া বাড়িতে ফিরে আসেন। ওই সময় বলা হয়েছিল মেয়েকে চিকিৎসার জন্য পুনরায় এক মাস পরে ব্যাঙ্গালুরু নিয়ে যেতে হবে।
সেই থেকে এখনও পর্যন্ত শয্যাশায়ী তসলিমা। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে বলে জানান মা বুলবুল বেগম। ঠিক মতো কথাও বলতে পারছেন না তসলিমা।টাকার অভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে না পারায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন তিনি।তবে ইতিমধ্যেই বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হওয়ায় এই নিয়ে আশাবাদী মা বুলবুল বেগম।আরশিকথা ত্রিপুরা সংবাদ
তথ্য ও ছবিঃ সুমিত কুমার সিংহ
২রা জুন ২০২৩