নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা বিলোনিয়া থানা দিন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়।
মৃতের নাম শঙ্কর মজুমদার। বয়স ৫৪ পেশায় তিনি মোটর শ্রমিক ছিলেন। শুক্রবার সকালে তিনি বাড়িতেই বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।মর্মান্তিক এই ঘটনায় মৃতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২রা জুন ২০২৩