তীব্র দাবদাহে নাজেহাল গোটা রাজ্য। নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের। অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ বয়স্ক মানুষজন। এদিকে গ্রীষ্মের ছুটি কাটিয়ে স্কুল খোলার সময় এগিয়ে আসছে। তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবকদের। বিশেষ করে ছোট ক্লাসের ছেলেমেয়েদের অভিভাবকরা ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রার এই পরিবেশে শিশুরা ঘরেই থাকতে পারছে না কিভাবে ওরা স্কুলে আসা যাওয়া করবে কিংবা স্কুলে থাকবে? এই নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকে। অনেকের আবার অভিমত অন্তত অষ্টম শ্রেণি পর্যন্ত যেন অবশ্যই গ্রীষ্মের ছুটি বাড়িয়ে দেওয়া হয়। প্রসঙ্গত সম্প্রতি এক সপ্তাহের জন্য সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ঘোষণা করা হয়েছিল তীব্র দাবদাহের কারণে। তাই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই আবেদনে সাড়া দেবেন বলে আশাবাদী অভিভাবকরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২রা জুন ২০২৩