Type Here to Get Search Results !

সমৃদ্ধ সমাজ ব্যবস্থা করে তুলতে ক্লাবের ভূমিকা অপরিসীমঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন ক্লাবের ভূমিকা অপরিসীম। সামাজিক কাজের পাশাপাশি একপ্রকার মিনি গভর্মেন্ট হিসেবে কাজ করে বিভিন্ন ক্লাব। এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি ক্লাবগুলিকে সঠিকভাবে সামাজিক কর্তব্য পালনের পরামর্শ দেন।




রবিবার বড়দোয়ালী স্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী।বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকেই এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। এদিন এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠান হয়।


মুখ্যমন্ত্রী এদিন বড়দোয়ালী স্থিত যুবক সংঘ আয়োজিত রক্তদান শিবিরেও অংশ নেন। সেখানে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান জীবন দানেরই সমার্থক। রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো যায়। এই কার্যক্রমে প্রথমবার রক্তদাতাদের সংখ্যাধিক্য ও উৎসাহ অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।


একই দিনে কলেজটিলা স্থিত বিবেকানন্দ সংঘের উদ্যোগে আরও একটি রক্তদান শিবির হয়।সেখানেও রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন,  রক্তদান মহৎ দান।এই ভাবনায়  রক্তের স্বল্পতা দূর করতে বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থাগুলো যেভাবে এগিয়ে আসছে মুখ্যমন্ত্রী এর প্রশংসা করেন।
এই কর্মসূচীতে ক্লাবের পক্ষ থেকে ১০,০০১ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এর হাতে তুলে দেওয়া হয়।



এদিন মুখ্যমন্ত্রীর সব ক'টি অনুষ্ঠানেই এলাকাবাসীর উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

৪ঠা জুন, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.