ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটির নির্বাচন আজ রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই সম্পাদকীয় প্রতিবেদন ও বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন বিদায়ী সম্পাদক রমাকান্ত দে। সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন বরিষ্ঠ চিত্রসাংবাদিক বিকাশ কোলে ও কমল মিত্র।সম্মেলনের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি রঞ্জন রায়।
সম্মেলন শেষে শুরু হয় পরিচালন কমিটির নির্বাচন।নির্বাচন পরিচালনার জন্য দ্বায়িত্বে রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন প্রণব সরকার, প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন দুলাল চক্রবর্তী ও অলক ঘোষ, অবজার্ভার হিসেবে দ্বায়িত্বে ছিলেন সৈয়দ সাজ্জাদ আলী।
মোট ৬২ জন সদস্য ভোট প্রদান করেন।গণনা শেষে নির্বাচিত পরিচালন কমিটির ১৩ জন সদস্যের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার।নির্বাচিত পরিচালন কমিটির সদস্যরা হলেন, সভাপতি প্রলয়জিৎ পাল, সহ-সভাপতি সুমন দেব রায় ও সজল চক্রবর্তী, সম্পাদক অভিষেক সাহা, সহ-সম্পাদক বিশ্বজিৎ দে ও মিল্টন ধর, কোষাদক্ষ্য সুমন ঘোষ ও কার্যকরী কমিটির সদস্যরা হলেন চিন্ময় চৌধুরী, ভাস্কর দাস, প্রবীর দেববর্মা, বিষ্ণুপদ বণিক, কৃশানু দেববর্মা ও বাপন দাস।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৮ই জুন, ২০২৩