আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জল সংকটঃ ডেপুটেশনে গণতান্ত্রিক নারী সমিতিঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    পানীয় জলের সমস্যা এখন গ্রামীণ এলাকা ছাড়িয়ে শহরাঞ্চলেও এর সমস্যা দেখা দিয়েছে।অভিযোগ নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না আগরতলা পুরো নিগমের বিভিন্ন এলাকায়। জল দেওয়া হলেও খুবই কম সময়ের জন্য। তাও জলের গতি কম।


    তীব্র দাবদাহে পানীয় জলের সংকটের ইস্যুতে সরব হয়েছে গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটি। শুক্রবার তাদের পক্ষ থেকে ডিডব্লিউএস দপ্তরের আগরতলা ডিভিশন ১ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডি দাশগুপ্তের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি নিয়মিত দুই বেলা করে যাতে জল সরবরাহ করা হয় পাশাপাশি উপযুক্ত পরিমাণ জল সরবরাহের দাবিও জানান তারা।
    প্রসঙ্গত শুধু অভয়নগর এলাকারই নয় কৃষ্ণনগর, রামনগর সহ বিভিন্ন এলাকায় ঠিকভাবে জল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ। এই নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দপ্তর এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২রা জুন ২০২৩
     

    3/related/default