মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পেনশনার্স আদালত। পেনশনারদের পেনশন পাওয়া বা তোলার ক্ষেত্রে অনেক সময় নানা সমস্যায় পড়তে হয়। একাধিকবার অফিস কাছারিতে দৌড়ঝাপ করতে হয় তাদের। এই পেনশনারদের বিভিন্ন সমস্যা, তা সমাধান করা, পেনশনারদের জন্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এই বিষয়গুলিকে সামনে রেখে পেনশনার্স আদালত অনুষ্ঠিত হয়।
বুধবার মুক্তধারা হলে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়, অর্থ সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সিংহ রায় পেনশনারদের সুবিধা অসুবিধার বিষয়গুলি খতিয়ে দেখেন।তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকার পেনশনারদের হাতে বিভিন্ন সুযোগ সুবিধা তুলে দিতে বদ্ধপরিকর। প্রায় তিন বছর পর পেনশনার্স আদালত অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী জানান করোনা পরিস্থিতির দরুন মাঝে করা যায়নি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৭ই জুন, ২০২৩