আরশি কথা

আরশি কথা

No results found

    মহিলা কমিশনের সামনে নারী সমিতির বিক্ষোভঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    সম্প্রতি রাজ্যে নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধ বেড়ে গিয়েছে। বিশেষ করে গত এক মাসে গণধর্ষণের মতো বেশ কয়েকটা ঘটনার সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটেছে।সব ক্ষেত্রে দোষীদের শাস্তি হচ্ছেনা।

    গণতান্ত্রিক নারী সমিতি এই অভিযোগ তুলে এবার সোচ্চার হয়েছে মহিলা কমিশনের বিরুদ্ধে। তাদের বক্তব্য রাজ্য মহিলা কমিশন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। মহিলা কমিশনের কর্তব্য নির্যাতিতাদের পাশে দাঁড়ানো। পুলিশকে চাপ দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করানো। কিন্তু মহিলা কমিশন তা করছে না।

    তাই শনিবার মেলার মাঠ কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। ছিলেন প্রাক্তন সংসদ ঝর্ণা দাস। তাদের দাবি মহিলা কমিশনের চেয়ারপার্সন যেন রাজনীতির উর্ধে উঠে সঠিকভাবে নিজের ভূমিকা পালন করেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৩রা জুন, ২০২৩