পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া নাবিল এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করেন নাবিলের মামা হানিফ গাজী।
নিহত নাবিল পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে ঢাকার রেলওয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। চলতি বছরের ৩০ জুন নাবিল ঈদের ছুটিতে ঢাকা থেকে তার নানা বাড়ি কুয়াকাটা বেড়াতে আসে। পরে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে গিয়ে তিনজনই সমুদ্রে গোসলে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে স্রোতের টানে ভেসে যায় নাবিল। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। নিখোঁজের ১২ ঘণ্টা পর স্থানীয়রা তার ভাসমান লাশ উদ্ধার করে।
নাবিলের মামা হানিফ গাজী বলেন, নাবিলের বাবা বজলুর রহমান অনেক আগেই মারা গেছেন। নাবিল ও তার মা ঢাকায় থাকত। ছেলে হারিয়ে মা শোকে কাতর। এসএসসি পরীক্ষা দিতে বেড়াতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে নিহত হয়। সে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। অত্যন্ত মেধাবী ছেলেটি আজ কেবলই স্মৃতি। আজকের দিনটিতে ওর জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। ওর মা কত কষ্টে ছেলেকে মানুষ করেছে, কত স্বপ্ন ছিল। সব কিছু রেখে পাড়ি জমাল পরপারে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৩০ জুলাই ২০২৩