Type Here to Get Search Results !

বাগেরহাটে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভঃ আরশিকথা বাংলাদেশ

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ


বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে   শিশু নির্যাতনের ঘটনায় জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নূর মোহাম্মদ, আজিজ চৌকিদার, নজরুল শিকদার ও মোয়াজ্জেম হাওলাদারসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা, শিশু ইয়সিন আরাফাতকে দড়ি দিয়ে হাত-পা বেধে নির্যাতনের ঘটনা জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)কে চাকুরী থেকে অপসারনসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার (২১ জুলাই) রামপাল উপজেলার বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে শিশু ইয়সিন আরাফাতকে নির্যাতন করেন গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ বেশ কয়েকজন। নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের গ্রাম পুলিশ মো. নাসিম খান, একই এলাকার মাহমুদ ইসলাম ও মো. কেরামত হাওলাদারকে গ্রেফতার করে।

এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা দিনমজুর অলিয়ার রহমান বাদী হয়ে রামপাল থানায় ৫ জনের নামে একটি মামলা করেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২৪ জুলাই ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.