উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
বাগেরহাটের কচুয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বজ্রপাত নিরোধে ১০ হাজার তাল গাছের চারা রোপনের উদ্বোধন করেছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার মাছা: তাছমিনা খাতুন।জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের পরিকল্পনায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া সাইনবোর্ড সড়কের পাশে তালের চারা রোপন করে।১৮ জুলাই সকাল ১০টায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
বজ্রপাত নিরোধে এ উদ্যোগ যুগান্তকারী ভুমিকা রাখবে বলে আশা এলাকাবাসীর।উদ্বাধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার বলেন, বিভিন্ন প্রাকৃতিক বিপর্জয় থেক রক্ষা পেতে এধরনের উদ্যোগ আমাদের সকলকে গ্রহন করা প্রয়োজন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাছা: তাছমিনা খাতুন বলেন,এ ধরনের কাজ সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে, বজ্রপাত নিরোধের পাশাপাশি এ উদ্যোগ জলবায়ু পরিবর্তনের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাড়িপাড়া ইউপি চেয়ারম্যান নাজমা আক্তার,ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন, বিকাশ দত্ত সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।উপজেলার সকল ইউনিয়নের রাস্তার পাশে পর্যায়ক্রমে এ তালের চারা রোপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাছা: তাছমিনা খাতুন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৮ই জুলাই, ২০২৩