উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মোঃ হানিফ হাওলাদার (৪৫) নামের এক সন্ত্রসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে হানিফ হাওলাদারের ঘেরের বাসা থেকে দুটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে নিহত কারাপাড়া এলাকার আপনের অস্ত্র বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতার কৃত হানিফ হাওলার।
বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মোঃ হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। মোঃ হানিফ হাওলাদার ঘের ব্যবসার পাশাপাশি তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু’একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক হানিফ হালদারকে আদালতে সোপর্দ করা হবে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৪ জুলাই, ২০২৩