প্রসেনজিৎ বিশ্বাস, ফরিদপুর, আরশিকথাঃ
ফরিদপুর নৃসিংহ সেবা সংঘ কতৃক ও শ্রীঅঙ্গন গীতা স্কুল কতৃক শুক্রবার দুপুরে ২নং শ্রী নৃসিংহ সনাতনী বিদ্যাপীঠ, ফরিদাবাদ বিন্দুপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গীতা বই বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদাবাদ বিন্দুপাড়ায় কালীমন্দির কমিটির সভাপতি শ্রী গুরুপদ বিশ্বাস।সঙ্গীত শিল্পী শ্রী দিপু বিশ্বাস ।নৃসিংহ সেবা সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী অজয় দাস নৃসিংহ সেবা সংঘের প্রতিষ্ঠাতা শ্রী প্রান্ত কর্মকার।নৃসিংহ সেবা সংঘের আহবায়ক ও সহ প্রতিষ্ঠাতা শ্রী বাপ্পি দত্ত । নৃসিংহ সেবা সংঘের সদস্য সচিব শ্রী আশিষ সরকার এবং যুগ্ন সদস্য সচিব শ্রী রনঞ্জিত দাস।নৃসিংহ সেবা সংঘের যুগ্ম সদস্য সচিব এবং অত্র স্কুলের ইনচার্জ শ্রী সুজিত মন্ডল , স্কুলের শিক্ষক শ্রী সুজিত শীল। এ সময় সময় বক্তারা সবাই স্কুলে শিক্ষার্থী সবাইকে নিয়মিত উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন এবং সংগঠন সার্বিক সাফল্য কামনা করে পাশে থাকার অঙ্গীকার করেন৷নৃসিংহ সেবা সংঘের পক্ষ থেকে অতিথিদের সংগঠন পক্ষ থেকে শুভেচ্ছা যুক্ত চাবির রিং ও একটি প্রসপেক্টাস বিতরণ করা হয় ।আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৫ জুলাই, ২০২৩