Type Here to Get Search Results !

বজ্রপাত রোধে মোরেলগঞ্জে রোপন করা হবে ১৫ হাজার তালের চারা ঃ আরশিকথা বাংলাদেশ

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষে বৃহস্পতিবার  (১৩ জুলাই) সকালে  উপজেলার ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ -ই- আলম বাচ্চু তালের চারা বিতরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের ২৫ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাট জেলায় এক লক্ষ তালের চারা রোপন করা হবে। সেই অনুযায়ী আজ মোরেলগঞ্জে ১৬ ইউনিয়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান গন ইউপি সদস্যদের সমন্বয়ে রাস্তার দুই ধারে চারাগুলো রোপন করবেন এবং রক্ষণাবেক্ষনে সহযোগিতা করবেন বলেও জানান তিনি উপজেলা চত্বরে অনুষ্ঠিত তালের চারা বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা   উপজেলা নির্বাহী অফিসার  আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  ইউপি চেয়ারম্যান মোর্শেদা আকতার, রিপন চন্দ্র দাস, মাষ্টার সাইদুর রহমান, আলী আক্কাস বুলু, আউয়াল খান মহারাজ, মো.সাইফুল ইসলাম প্রমুখ। ১৬ ইউনিয়ন ও ৩ আশ্রায়নে ১৫ হাজার তালের চারা বিতরণ করা হয়।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৪ই জুলাই, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.