আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুষ্পিত প্রণাম ।। কবিতা ।। আশিস ভট্টাচার্য ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য-সংস্কৃতি

    আরশি কথা

    ।। পুষ্পিত প্রণাম ।।



    জটিলতার লেশমাত্র নেই 

    তোমার চোখে, ওষ্ঠাধরে,

    সমস্ত হৃদয়জুড়ে দেখি

    কেবলই সরলতার ছাপ, 

    সিঁথি করা লম্বা কেশগুচ্ছের

    মস্ত এক কবরীতে গোঁজা

    ফুলের গন্ধে মুখরিত চারদিক,

    যেন রুম ফ্রেশার।


    তোমার বর্ণাভা,

    তোমার চাহনি,

    তোমার সংগীত 

    মুগ্ধ করে কবিকে

    বারোমাস নিয়ত ;

     

    মন্দিরার তালে তালে 

    হে শতশ্রী,

    তোমাকে পুষ্পিত প্রণাম।


    - আশিস ভট্টাচার্য, ত্রিপুরা

    ২রা জুন, ২০২৩ 

     

     

    3/related/default