আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাল বৈশাখী ।। কবিতা ।। কল্যাণী ভট্টাচার্য ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য-সংস্কৃতি

    আরশি কথা

    ।। কাল বৈশাখী ।।


    আসছে ধেয়ে কালবৈশাখী

    আয়রে ফিরে ঘরে

    ছুটছে তুফান উড়ছে ধূলা

    কালবৈশাখীর ঝড়ে। 

    মেঘের ধ্বজায় ভারী আকাশ

    চারিদিকে অন্ধকার

    গরু মহিষ সব গবাদি

    করছে ভীষণ চিৎকার। 

    বিজলীর কেরামতি চমকায় বিদ্যুৎ

    ঐ ঘোর আকাশে

    পড়ছে গাছ ঝড় তুফানে

    উথাল পাথাল বাতাসে। 

    ঝড় বয় অবিরাম ভরপুর শিলাতে 

    ঘ্যাঙর ঘ্যাঙর ডাকছে ব্যাঙ

    নদী নালা ডোবা তে । 

    ঐ তরী ডুবে দেখো বাতাসের তোড়ে

    কৃষকের হাহাকার সেই কাক ভোরে। 

    দুমড়ে মুচড়ে নিল কেড়ে যতো চালচুলো

    আকাশ ভারী স্বজনের হাহাকারে। 

    সব হলো নিরাশ্রয় এপার ওপার শুনশান

    হাজার বছরের বটবৃক্ষ পাখির কলতান। 

    পথিকের ছায়াতল ফকিরের বিশ্রাম

    কালবৈশাখীর দাপটে আজ সব ইতিহাস।


    - কল্যাণী ভট্টাচার্য, ত্রিপুরা 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২রা জুন, ২০২৩


     

    3/related/default