আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রণাম তোমায় হে ঈশ্বর ।। কবিতা ।। শর্মিষ্ঠা ভট্টাচার্য ।। কোলকাতা

    আরশি কথা

    প্রণাম তোমায় হে ঈশ্বর

    """""""""""""""""""""""""""""''""


    এই যে আজ কলম ধরে লিখছি পাতার পর পাতা,

    সে তো শুধুই তোমার জন্য,হে ঈশ্বর, জগতের পরিত্রাতা।

    অন্ধকার থেকে আলো এনে দিয়েছিলে সকল নারী জীবনে,

    বিধবা বিবাহ প্রচলন করে বাঁচতে দিয়েছো আবার সসম্ভ্রমে।

    তুমি ছিলে মায়ের নির্ভীক ছেলে, নিবেদিত এক প্রাণ,

    দয়ার সাগর,দয়া দিয়ে ও রক্ষা করেছো গরীবের মান।

    ল্যাম্পপোস্টের নীচে পড়াশোনা করে ও হয়েছিল বিদ্যাসাগর,

    ইংরেজের বিরুদ্ধে গর্জে উঠেছে  তোমার কন্ঠ বারবার।

    সংস্কৃত পন্ডিত ছিলে তুমি, তবুও ছিল না কোনো গোঁড়ামি,

    আধুনিক মননে, সাজিয়ে ভেঙ্গেছো যত কুসংস্কার নষ্টামি।

    আজি মৃত্যুদিনে অক্ষম আমি দিলাম তোমায় ,আমার প্রণাম খানি।



    - শর্মিষ্ঠা ভট্টাচার্য, কোলকাতা 

    ২৯ জুলাই, ২০২৩

     

    3/related/default