Type Here to Get Search Results !

যথাযোগ্য মর্যাদায় পালিত শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩ তম জন্মজয়ন্তীঃ আরশিকথা ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল তথ্য সংস্কৃতি দপ্তর। বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 


তাছাড়া ছিলেন তথ্য  সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী,অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, মুখ‍্য আলোচক ডক্টর জগদীশ গণচৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে পন্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ  অর্পন করে  শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন দেশের ইতিহাসে এক কিংবদন্তি। ওনাকে স্মরণ না করলে আমরা কোনদিন সামনের দিকে এগিয়ে যেতে পারব না। দেশের অখন্ডতা রক্ষা করতে গিয়ে তিনি লড়াই  করেছেন। অথচ তার ইতিহাস জানতে দেওয়া হয়নি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়া পরই শ‍্যামা প্রসাদ মুখার্জিকে মর্যাদা দেওয়া শুরু হয়েছে।


অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সংগৃহীত

৬ জুলাই, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.