“বন সৃজন" মাস উপলক্ষে শনিবার ২৯শে জুলাই 2023 ইং ড:বি.আর.আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বনমহোৎসব পালন করল বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সদর জেলা কমিটি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর তথা বিদ্যালয়ের এস .এম. সি কমিটির সদস্যা জাহ্নবী দাস চৌধুরী, সংস্থার রাজ্যকনভেনার তথা বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায়, সংস্থার সদর জেলা কমিটির কনভেনার প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী এবং সংস্থার সদর জেলা কমিটির যুগ্ম কনভেনার বিপ্লব চক্রবর্তী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা । সংস্থার সদর জেলা কমিটির কনভেনার প্রধান শিক্ষক মিহির চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের কিচেন গার্ডেন তৈরীতে মেধা অন্বেষার সহায়তার কথা উল্লেখ করেন । প্রসঙ্গত বিদ্যালয়টির কিচেন গার্ডেনে বেগুন, মরিচ, শাক, লাউ, কুমড়োও চালকুমড়ো গাছ আছে যা বিদ্যালয়ের মিড-ডে-মিলে সাহায্য করে বলে জানান প্রধান শিক্ষক, এ ছাড়া প্রায় কুড়ি রকমের ফলের গাছ আছে। সংস্থার রাজ্য কনভেনার তথা বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী কাল অর্থাৎ ৩০শে জুলাই রোজ রবিবার দক্ষিন জেলার ফুলছড়ি উচ্চ বিদ্যালয়ে সংস্থার পক্ষ থাকে বৃক্ষরোপণ করা হবে ও স্থানীয় জনজাতিদের মধ্যে বিভিন্ন গাছের ফুল ও ফলের চারা গাছ বিলি করা হবে যাতে ওরাও বনসৃজনের প্রতি অনুপ্রাণিত হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৯ জুলাই ২০২৩