উজ্জ্বল কুমার দা্স, বাগেরহাট, আরশিকথাঃ
ঢাকা-মোংলা মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে মটর সাইকেলের তিন আরোহি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯টার দিকে ঢাকা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনই স্থানীয় একটি মৎস্য ঘেরের কর্মচারি ছিলেন। নিহতরা হলো বাগেরহাটের রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), একই উপজেলার বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ(২৭) ও ফকিরহাট উপজেলার লখপুর এলাকর শুকুর শেখ এর ছেলে সাইদুল রহমান (২৫)।
বাগেরহাটের রামপাল থানার (ওসি) এ,এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিনজন রামপালের ফয়লা বাজার থেকে মটর সাইকেল যোগে বেলাই এলাকায় যাবার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় এ ঘটনা ঘটে। পরবর্তিতে খবর পেয়ে ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৪ আগস্ট ২০২৩