ক্লান্ত রবি অস্তাচলে
বৃষ্টিমুখর শ্রাবণ দিনে,
আজ বাইশে কবি স্মরণ
আবার তাঁকে নিলাম চিনে!
অশ্রুসজল চোখ দু'টো তাই
প্রকৃতি সেই হৃদয়হারা,
বাদল সে মেঘ কেমন যেন
মনটা যে ভার --কবি ছাড়া!
কবির ভাষা স্তব্ধ হল--
শ্রাবণধারায় গেল ভেসে,
বৃষ্টি তো নয়-- কান্না যেন
সবাই শোকে--আজ বাইশে!
- নির্মলেন্দু শাখারু, কোলকাতা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২২শে শ্রাবণ ২০২৩ইং