স্বাধীনতার স্বপ্ন রঙিন
দেশটাতো আজ স্বাধীন,
এককালে এই দেশটা ছিল
ইঙ্গ বণিক অধীন।
স্বদেশপ্রেমের আত্মাহুতি
লক্ষ হাজার নাম!
সেই প্রেমে আজ উথলে ওঠি
দিচ্ছি কী সব দাম?
তবু দিনটি স্মরণ করি
নিজধারা কৌশলে-
ছিয়াত্তরটি বছর গেল
আছি অথৈ জলে!
অনেক স্বপ্ন অনেক আশা
পুষে মনের মাঝে...
আজও গাইছি স্বদেশগীতি
বসে পাহাড় খাজে!
টের পাচ্ছি এগিয়ে যাচ্ছি
চাঁদে করব বাস...
স্বাধীনদেশের স্বপ্ন রঙিন
সে কোন পূর্বাভাস?
- রতন আচার্য, ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০২৩