আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হে প্রিয় স্বাধীনতা ।। কবিতা ।। শর্মিষ্ঠা ভট্টাচার্য ।। কোলকাতা

    আরশি কথা

    হে প্রিয় স্বাধীনতা.....


    স্বাধীনতা মানেই মধুর আবেগ,

    আমার ছুটে চলার দুরন্ত  বেগ।

    ও আমার খেয়াল খুশি, ইচ্ছে যাপন,

    স্বাধীনতা, তুমি আমার বড় আপন।


    স্বাধীনতা তুমি আমার বিশ্বাস

    আজীবন যেমন চলে নিঃশ্বাস।

    ও স্বাধীনতা তুমি আমার ইচ্ছে নদী,

    ডুব দিয়ে অবগাহি ,যেন প্রাণ সখী।


    স্বাধীনতা তোমার কাছেই অনুমতি,

    আকাশ ছোঁয়ার থাকে যেন সুমতি।

    স্বাধীনতা তুমি আমার কল্পকাহিনী,

    তোমায় নিয়েই চলুক যত লেখনী।


    স্বাধীনতা এখন ও আছি অপেক্ষায়,

    পরিপূর্ণ হয়ে তুমি আসবে আঙ্গিনায়।

    ঝেড়ে ফেলে যত কালো ছায়া,

    ভেসে যাব দক্ষিণা হাওয়ায়।


    হে প্রিয় স্বাধীনতা, জীবন তীরে,

    বেঁচে আছি তোমায় জড়িয়ে ।

    ঘুচিয়ে দিয়ে যত আবিলতা,

    তুমিই ছড়িয়ে দিও আলোর বার্তা।।


    - শর্মিষ্ঠা ভট্টাচার্য, কোলকাতা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৫ই আগস্ট ২০২৩

     

    3/related/default