আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রবি ।। কবিতা ।। প্রদীপকুমার পাল ।। কোলকাতা ।। আরশিকথা সাহিত্য-সংস্কৃতি

    আরশি কথা

    রবি.....


    কথারূপকার ভাষাতে পরালে তাজ

    শ্রাবণেই নিলে ঘুমাতে যাবার ছুটি, 

    সাদা ফুলে-ফুলে চলে গেলে তুমি আজ 

    মৃত্যুকে রাজা করেছো যেন ভ্রুকুটি।


    তুমি গেয়ে গেলে চিরজীবনের গান 

    আলোক জ্বেলেছো মনের আকাশে রবি, 

    কবিতায় তুমি গেঁথেছো লক্ষ প্রাণ 

    তুমি নটরাজ প্রভাতের ভৈরবী।


    নশ্বর দেহ কবে হয়ে গেছে ছাই

    অবিনশ্বর মূর্তি যে প্রাণে-প্রাণে—

    তুমি আছো আজও প্রাণ খুলে গান গাই, 

    তুমি আছো আজও মহাজীবনের গানে।


    - প্রদীপকুমার পাল, কোলকাতা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২২শে শ্রাবণ ২০২৩ইং

     

    3/related/default