আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একি - দেখি ।। কবিতা ।। রবিন কুমার দাস ।। হাওড়া ।। আরশিকথা সাহিত্য-সংস্কৃতি

    আরশি কথা

    একি - দেখি


    তোমার হাসিতে - কলমে - কাগজে

    কত কি থাকতো লুকিয়ে ,

    গদ্য - পদ্য - গল্প - ছড়াকে

    কেন দিলে সব চুকিয়ে ।


    কেন কলতান , যত হাসিগান

    নিমেষে দিয়েছ থামিয়ে,

    যত পুরোবাসি, চুরি গেছে হাসি

    ভেবে মরি মাথা নামিয়ে।


    আসে - পাশে আজ, থেমে গেছে কাজ

    তুমিই করেছ জব্দ,

    হাহাকার শুনি , হারিয়েছে গুণী

    মহাকাশ তাই স্তব্দ।


    তারও চোখে জল, করে ছল - ছল

    বর্ষার মেঘে ঢাকা ,

    গীতাঞ্জলি - কবিতাবিতান

    ধুলোর ছবিতে আঁকা ।


    আজ মনবল - বড় টলমল

    মঞ্চটা বড় ফাঁকা,

    গান - কবিতা - গীতিনাট্য

    কবি শোনে শুধু একা।


    চারিদিকে ত্রাস - হতাশার গ্রাস

    কবির ছবিতে একি,

    অশ্রুসজল ফোঁটা - ফোঁটা জল

    গড়িয়ে পড়তে দেখি।

    ____________

    - রবিন কুমার দাস, হাওড়া



    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২২শে শ্রাবণ ২০২৩ইং


     

    3/related/default