স্বাধীনতা তুমি কার?
কোন মহিমায়,
কোন রূপ,রস-গন্ধে তুমি সুষমা?
কোন সম্প্রীতির মেলায়
কোন অখন্ডতায় বুকের পাঁজর শক্ত করেছো?
স্বাধীনতা তুমি কার?
এখনো শরণার্থী শিবিরে হাজার হাজার মানুষ নগ্ন পদে-- পরাজয়ের গ্লানি নিয়ে
ঘৃণা- অপমান-মান- ইজ্জত
সাম্রাজ্যবাদীদের হাতে ধূঁয়ে দিয়ে কুকুর শৃগালের রুটির ভাগে- ভাগ বসায়।
অসংখ্য বিড়ম্বনায়--
বিবর্ণ করুণ আর্তনাদে
বিনম্রচিত্তে বিলীন হয়-- এ দেশে সারস্বত সভ্যতার মহান দেশে।
এখানে ওরা ভাষা খুঁজে- প্রাণ খুঁজে- মান খুঁজে- শাশ্বত সূর্যের আলো খুঁজে।।
খুঁজে মনুষ্যত্ব বোধের মিনারে-
পূর্ণতার রাখী বন্ধন।
কিন্তু দেশ ধূর্ততার হিংস্র ঔরসী জীবদের উন্মাদনায় আক্রান্ত,বিধ্বংস।
সভ্যতার জমিটাকে ছিন্নভিন্ন করে বর্বরতায়- বনজ জন্তুর মতো ছোবল মারে।
ধ্বংসের মত্ততায়- মানব সভ্যতায়- ওরা অট্টহাসে উন্মত্ত নৃত্যে।
স্বাধীনতা তুমি কার?
এ মাটিতে স্বাধীনতা, কি ভূলুন্ঠিত?
ভূলুন্ঠিত কি এ দেশ- এ জাতি?
মানুষ মানুষে দ্বন্দ্ব,মন্দির - মসজিদে জাত -জাতে দ্বন্দ্ব
রাজনীতির কপাটে ধূর্ত শৃগালের মতো রক্ত - মাংস- নারী মাংস- বিলীতি মদে যারা
দেশটাকে ক্ষত - বিক্ষত করে লোভী আর ক্ষুধার্তের মতো সুখের সাম্রাজ্য নির্মাণ করে-- ওরা কি দেশপ্রেমিক? না দেশ দ্রোহী?
স্বাধীনতার পরিভাষা মানুষ খুঁজে, ক্রোধে আর বিপন্ন বোধে ---
অবক্ষয়ের পারে দাঁড়িয়ে মানুষ অঙ্ক কষে-- স্বাধীনতা তুমি কার?
বুর্জোয়া শোষকরা কালো মেঘে ঘোরে---
বৈষম্যের অন্ধকারে
ঘৃণা ভরা খেলার চালে।
-অখিল চন্দ্র পাল
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০২৩