আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রশ্ন ।। কবিতা ।। সেখ আব্দুল মান্নান

    আরশি কথা

    প্রশ্ন ......


    তোমরা মেঘমুক্ত আকাশ কি দেখেছ কখনো

    দেখেছ কি  চাঁদের হাসি আকাশের নীলিমায় 

    করেছ কি স্নান পূর্ণিমা রাতে  থৈ থৈ জ্যোৎস্নায়?


    মুক্ত মনে আমরা দেখেছি নীল আকাশের শোভা কোজাগরী চাঁদের লাবন্য মেখেছি সারা অঙ্গে 

    সৃষ্টি সাধনায় আমরা নিজেদের সঁপেছি সবার সঙ্গে।


    স্ত্রী কন্যা প্রেমিকা আমরা  সৃষ্টির শস্যভূমি

    সুখ দুঃখ বিরহ বেদনা হাঁসি মুখে সব চুমি

    তীব্র লালসায় তবে কেন তোমাদের ক্রূর ভন্ডামি?


    সোহাগ জ্বালা জুড়াতে তোমরা আমাদের কাছে টানো

    রাগে অনুরাগে নিবিড় শাসনে একান্ত আপন মানো

    উজাড় করি আমরা নিজেকে নারেখে দ্বিধা কোনো। 


    পতিরূপে পুঁজি  তোমাদের দিই প্রেমিকার ভালোবাসা 

    সন্তানস্নেহে আদরে আবেশে বুনি জীবনের আশা

    তবু কেন দিলে ঢেলে একরাশ অন্ধকার আর হতাশা?


    যে জঠর দিয়েছে তোমাদের পৃথিবীর যত আলো

    সেই জঠরে তোমরা কেন ঢেলে দিলে এত কালো

    ভোগ লালসা মিটিয়েও তোমাদের বন্দুক গর্জালো?


    মানুষের নামে কলঙ্ক তোমরা পশুর চেয়ে অধম

    কী দোষে কী রোষে তোমরা আজ এতো নির্মম

    এক নিমেষে করলে ধ্বংস এ শ্রেষ্ঠ মানব জনম?


    স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের শর্ত গেলে ভুলে

    মা বোনেদের মান ইজ্জত  দিলে সব রসাতলে

    রাতের পরে দিনের ফারাক বুঝবে কি তিলেতিলে?


    - সেখ আব্দুল মান্নান 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৫ই আগস্ট ২০২৩

     

    3/related/default