আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফিরে এসো ।। কবিতা ।। রবিন কুমার দাস ।। আরশিকথা সাহিত্য-সংস্কৃতি

    আরশি কথা

    ফিরে এসো......


    এসো , এসো ফিরে রবীন্দ্রনাথ

    এসো হে সুভাষ বোস,

    ফিরে এসো দেখি ক্ষুদিরাম তুমি

    ক্ষমা করে দিও দোষ।


    এসো সুকান্ত, এসো নজরুল

    চেতনা যোগাও আবার,

    দেখনা তোমার স্বাধীন এদেশে

    কাড়ছে কারা খাবার ।

    ফিরে এসো হে মাতঙগিনী

    আবার ধরো তো হাল,

    বিদ্বেষে ভরা স্বাধীনতা এল

    জানিনা কি হবে কাল।

    পরাধিন থেকে স্বাধীন হয়েছি

    আজও যে জোটেনা ভাত,

    ছোট ছোট শিশু অনাহারে থাকে

    এর ওর কাছে পাতে হাত।

    স্বাধীনতা এল।, স্বাধীন হয়েছি

    আমরা কয়েক জন ,

    ভেজালেতে গেছে ফুলে ফেঁপে দেশ

    বেড়ে গেছে আয়তন।

    আজও কাটে তাল, ফেরে নিকো হাল

    কি জানি কি হবে শেষে,

    তাই ডেকে বলি , এসো সব ফিরে

    আবার অভাগা দেশে ।

    দেয়নিকো সাড়া ফেরেনিকো কেউ

    ওরা কি এটাই জানতো, 

    তাই অজানায় পাড়ি দেয় হেঁটে

    আমাদের সুকান্ত।


    - রবিন কুমার দাস

    ১৪ই আগস্ট ২০২৩


     

    3/related/default