Type Here to Get Search Results !

যমুনার পানি ১১ সেন্টিমিটার বেড়েছেঃ আরশিকথা বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

সিরাজগঞ্জে ১১ সেন্টিমিটার বেড়েছে যমুনার পানি। এতে ইতোমধ্যে শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। রোববার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে; বিপৎসীমা (১২.৪৫ মিটার)। কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার চরাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হচ্ছে। ভাঙন আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের নিম্নভূমি ও বিভিন্ন এলাকার বসতবাড়িতেও পানি উঠতে শুরু করেছে। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় গবাদি পশু নিয়ে বিপদে রয়েছেন চরাঞ্চলের মানুষ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে ৪/৫ দিন পানি বাড়বে। এর মধ্যে বিপদসীমা অতিক্রম করলেও আতঙ্কের কোনো কারণ নেই। স্বাভাবিক প্লাবন হলেও বন্যা সৃষ্টির আশংকা কমবে ।


আরশিকথা বাংলাদেশ সংবাদ


তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট

১৩ই আগস্ট ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.