মঙ্গলবার রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।আগামী ৫ সেপ্টেম্বর ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে।ভোট গনণা ও ফলাফল ঘোষনা হবে ৮ সেপ্টেম্বর।
৬টি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে একসাথে উপ নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি হবে ১০ আগস্ট এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ আগস্ট। মনোনয়ন পত্র স্ক্রুটিনি করার তারিখ ১৮ আগস্ট এবং মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ২১ আগস্ট।ভোট গনণা ও ফলাফল ঘোষনা হবে ৮ সেপ্টেম্বর।
প্রসঙ্গত,২০ বক্সনগর কেন্দ্রের বিধায়ক শামসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। যার ফলে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হতে চলেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৮ই আগস্ট ২০২৩