আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাইশে শ্রাবণ-যাপন দিবস ।। টিংকুরঞ্জন দাস ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য-সংস্কৃতি

    আরশি কথা

    বাইশে শ্রাবণ-যাপন দিবস

    ********


    বৃষ্টিস্নাত শ্রাবণের সকালে

    হাত বাড়িয়ে স্পষ্ট অনুভব করতে পারি

    আমি বেঁচে আছি

    বেঁচে আছি বলছি ঠিকই

    কিন্তু এই বেঁচে থাকাটাও যে তোমাকে জড়িয়েই।


    আজ বাইশে শ্রাবণ

    বিরাশি বছর আগে ঠিক এমনই দিনে

    সকালবেলা সূর্যটা অস্তমিত হওয়ার সাথে

    আকাশ যেভাবে কেঁদেছিল

    চেয়ে দেখো, আজও তার কোন ব্যতিক্রম হয়নি।


    তুমি চলে গেছো

    হয়তো বুঝতেও পারোনি

    তোমার চলে যাওয়াতে আমরা কতটা মর্মাহত হয়েছি

    জানতে পারোনি

    আমরা তোমার জন্য কতটা কেঁদেছি

    আমাদের চোখের জলকে আজও রুখতে পারিনি

    তাই আমরা বেঁচে আছি

    একটা মৃতপ্রায় প্রাণ নিয়ে এখনো বেঁচে আছি।


    তোমার গান, কবিতা, গল্প, নাটক

    আমাদের বাঁচার রসদ জুগিয়ে যাচ্ছে

    এখনো যতটা শ্বাস নিই

    সবটা তোমাকে ঘিরেই

    তোমার গানে মেটাই তৃষ্ণা

    তোমার কবিতায় মেটাই ক্ষুধা

    তোমার গল্প নাটকে পাই সমাজ সচেতনতা

    তাই তোমার পার্থিব শরীর হয়তো আমাদের কাছে নেই

    তবুও তুমি আছো

    তুমি আছো আমাদের মননে, আমাদের চিন্তনে

    আমাদের শ্বাস-প্রশ্বাসে

    বাইশে শ্রাবণ তাই শোকের নয়

    বাইশে শ্রাবণ আমাদের যাপন দিবস

    বাইশে শ্রাবণ তোমাকে আরো কাছে পাওয়ার দিবস

    বাইশে শ্রাবণ তোমাকে ছুঁয়ে থাকার দিবস।


    - টিংকুরঞ্জন দাস, ত্রিপুরা

    ২২শে শ্রাবণ ২০২৩ইং 

     

    3/related/default