Type Here to Get Search Results !

শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর স্বর্ণ সম্ভার শুরু ৯ অক্টোবরঃ আরশিকথা

অন্যান্য বারের মত এবছরও শারদ উৎসব ঘিরে স্বর্ণ সম্ভার এর আয়োজন করতে চলেছে শ্যামসুন্দর কোং জুয়েলার্সআগামী ৯ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে তাদের এই স্বর্ণ সম্ভার। 

এবছর কুড়িগ্রাম ও তার ঊর্ধ্বে সোনার গয়না কেনাকাটায় থাকছে নিশ্চিত স্বর্ণমুদ্রা

প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় ২০০ টাকা ছাড়

হীরার গয়নার মজুরিতে 75 শতাংশ ছাড়

থাকছে ডেইলি লাকি ড্র

তাছাড়া মেগা ড্র হিসেবে পুরস্কারে থাকছে পাঁচটি স্কুটি 


আগরতলা, খোয়া্‌ই, উদয়পুর, ধর্মনগর সহ কলকাতার শোরুমগুলিতেও এই অফার চলবে। স্বর্ণ সম্ভার এর সুযোগ গ্রহণের জন্য শ্যামসুন্দরের পরিচালক রূপক সাহাঅর্পিতা সাহা সবার প্রতি আহ্বান জানিয়েছেন।


আরশিকথা প্রচার-বিনোদন

২৫শে সেপ্টেম্বর ২০২৩