Type Here to Get Search Results !

"এই জনপদ দখলে রাখতে হবে,জামাত বিএনপির কার্যক্রম আমরা চালাতে দেব না" -পথসভায় এমপি তন্ময়

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট,আরশিকথাঃ

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের আগমন উপলক্ষে কচুয়ায় পথ সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অতিথির দেওয়া এক বক্তব্যে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন,এই জনপদ দখলে রাখতে হবে,জামাত বিএনপির কার্যক্রম আমরা চালাতে দেব না।নির্বাচনকে সামনে রেখে তারা আবার মাঠে অবস্থান করার চেষ্টা করছে এই অবস্থান কোন ভাবেই আমরা তাদের করতে দিবনা।এ বিষয়ে দলিয় নেতাকর্মীদের সচেতন হওয়ারও তাগিদ দেন।

২৪ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ টায় কচুয়া বাজার জিরোপয়েন্ট কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এই পথ সভা অনুষ্ঠিত হয়েছে।পথসভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভুঁইয়া, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন আহমেদ এর একান্ত সচিব মোঃ ফিরোজুল ইসলাম,বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন,বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,সাধারণ সম্পাদক সিকদার আবুবকর সিদ্দিক,বাগেরহাট জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ। 

এছারাও অন্যান্যদের  মধ্যে  উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক সিকদার কামরুল হাচান কচি,কচুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান, আওয়ামীলীগ নেতা গোলাম শোকরানা রব্বানী আজাদ হোসেন বালী,যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর,যুগ্ম আহবায়ক সুজন দিদার,শ্রমিক লীগের সভাপতি খান শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক শেখ ছাদি,সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন,তাঁতীলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম,মৎস্যজীবীলীগের সভাপতি রিপন শিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুর, যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম সজীব সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২৪শে সেপ্টেম্বর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.