Type Here to Get Search Results !

কচুয়ায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিতঃ আরশিকথা বাংলাদেশ

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।।


দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটের কচুয়ায় সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন, জন্মাষ্টমী উদযাপন করেছে।এ উপজেলার ০২ টি স্থানে আনুষ্ঠানিক ভাবে জন্মাষ্টমী পালিত হয়।এর মধ্যে রয়েছে কচুয়া উপজেলা সদরে অবস্থিত মন্দির কমপ্লেক্স এবং আরেকটি বাধাল বাজার।

শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা সদরের উপজেলা মন্দির কমপ্লেক্স হতে সকাল সাড়ে দশটায় একটি শোভাযাত্রা বের হয়।এর উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশা ও কৃষ্ণ ভক্ত ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী।

একই দিন উপজেলার বাধাল বাজার সার্বজনীন পূজা কমিটি উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।বেলা এগারোটায় বাধাল বাজার হতে একটি শোভাযাত্রা মসনি বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় বাধাল বাজারে এসে শেষ হয়েছে। উক্ত শোভাযাত্রায় ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।শোভাযাত্রাটি উদ্বোধন করেন বাধাল ইউনিয়নের চেয়ারম্যান অহিদ নকিব ফয়সাল।এছাড়াও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হচ্ছে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৬ই সেপ্টেম্বর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.