উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ (সেপ্টেম্বর) সকাল ১১টায় এস আই সুমন মন্ডলের সঞ্চালনায় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মহসীন হোসেনের সভাপতিত্বে থানা সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তার বক্তব্যে বলেন, এ বছর কচুয়ায় মোট ৪৪ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।মন্দির গুলোয় যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেদিকে খেয়াল রাখাতে হবে।
এ সময় পূজা উদযাপন পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীলিপ মল্লিক ও সাধারণ সম্পাদক পুলীন বিহারি সাহা,বীর মুক্তিযোদ্ধা নীমাই চন্দ্র, ওসি তদন্ত প্রভাষ মল্লিক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম বুলু, সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৩০ সেপ্টেম্বর ২০২৩