আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কচুয়ায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩০ (সেপ্টেম্বর) সকাল ১১টায় এস আই সুমন মন্ডলের সঞ্চালনায়  কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মহসীন হোসেনের সভাপতিত্বে থানা সম্মেলন  কক্ষে এ  মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তার বক্তব্যে বলেন, এ বছর কচুয়ায় মোট ৪৪ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।মন্দির গুলোয় যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেদিকে খেয়াল রাখাতে হবে।

    এ সময় পূজা উদযাপন পরিষদ কচুয়া  উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীলিপ মল্লিক ও সাধারণ সম্পাদক পুলীন বিহারি সাহা,বীর মুক্তিযোদ্ধা নীমাই চন্দ্র, ওসি তদন্ত প্রভাষ মল্লিক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম বুলু, সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ৩০ সেপ্টেম্বর ২০২৩

     

    3/related/default