প্রসেনজিৎ বিশ্বাস, ফরিদপুর, আরশিকথাঃ
নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর-২ আসনের সাংসদ শাহদাব আকবর লাবু চৌধুরীর উদ্যোগে এক নৌকা বাইচের আয়োজন করা হয়। চাঁদ হাট বাজার উচ্চ বিদ্যালয় সভাপতি ও সাবেক চেয়ারম্যান পথিক তালুকদার এ নৌকা বাইচের সার্বিক সহযোগীতা করেন।
কয়েশ বছর ধরে এসব নদী ও বিল-বাওরে বিভিন্ন অনুষ্ঠানে নৌকাবাইচ প্রতিযোগীতাতা হলো অন্যতম। বিগত দুই বছর পরে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।এরই ধারাবাবিহতায় শুক্রবার বিকালে চরযশোরদী ইউনিয়নে কুমার নদে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষনীয় এ নৌকা বাইচে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের ২০টি নৌকা অংশ নেন।
এর আগে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর-২ আসনের সাংসদ শাহদাব আকবর লাবু চৌধুরী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল হক থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন। বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক কাজী শাহ্ জামান বাবুল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, চরযোশরদী ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির কাজী জাহিদ সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সঞ্চালনা ও উপস্থাপনা করেন খালিদ হোসাইন বাকি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন অতিথিরা। ১ম স্থান অধিকারী দলকে ফ্রিজ, ২য় ও ৩য় দলকে কালার টিভি দেওয়া হয়।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৯শে সেপ্টেম্বর ২০২৩