রাজৈর (মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস, আরশিকথাঃ
মাদারীপুরের পশ্চিম রাজৈর কুন্ডু পাড়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে উক্ত মন্দির কমিটির আয়োজনে ২ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ পর্যন্ত মানব জাতির কল্যাণ সমাধানের লক্ষ্যে, ২৭ দিনব্যাপী শী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও শীমদ্ভাগবত পাঠ নগর কীর্ত্তন জলকেলি শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি দিলীপ কুন্ডু এর সভাপতিত্বে, সমগ্র মানব জাতির কল্যান সাধনের জন্য, নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও হরিনাম সংকীর্ত্তন ও ভাগবত পাঠ , অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, নাম সংকীর্ত্তন পরিবেশনায় ৬টি সংকীর্ত্তন দল ও ভাগবত পাঠের জন্য ৬ জন স্বনামধন্য ভাগবত পাঠক অংশ নেন।এ অনুষ্ঠান উপভোগ করার জন্য অত্র এলাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য ভক্ত দর্শক শ্রোতার সমাগম হয় এবং প্রতিদিন ভক্ত ,দর্শক ,শ্রোতাদের , মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৯শে সেপ্টেম্বর ২০২৩