কলকাতার খ্যাতিমান বাচিক শিল্প চর্চার অন্যতম প্রতিষ্ঠান সংস্কৃতি ও জ্ঞানপীঠ ( সংজ্ঞা) এর ২৩ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর কলকাতার শিশির মঞ্চে।অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রজত বন্দোপাধ্যায়।অনুষ্ঠানে সংজ্ঞার শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও অংশ নেবেন।আমন্ত্রিত বাচিক শিল্পীদের মধ্যে ত্রিপুরার দীপক সাহা,বাংলাদেশের রাশেদ হাসান,মনির হোসেন, শিরিন ইসলাম,সৈয়দ ফয়সাল আহমেদ,নীলা হাসান, কলকাতার চন্দ্রিকা বন্দোপাধ্যায়,অন্তরা দাস ও স্বাতী বন্দোপাধ্যায় অংশ নেবেন।আমন্ত্রিত আবৃত্তি দলের মধ্যে ত্রিপুরার কাব্যায়ন,বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন, কলকাতার কবিতা বাড়ি সৃষ্টি নগর,শ্রুতি মঞ্জিল ও সমকাল অংশ নিচ্ছে।সঞ্চালনায় থাকবেন শ্রাবন্তী মৈত্র ও স্বর্নাভ রায়।আবহ আশীষ ঘোষ।মঞ্চ নির্মাণে কৈলাশ দাস।সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও নিয়ন্ত্রণে থাকবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও সংগঠক বিপ্লব চক্রবর্তী।অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ই সেপ্টেম্বর ২০২৩