তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ও উষ্মা ব্যক্ত করে বের হয়ে গেলেন টিএসপির নেতৃত্বরা। প্রথমেই তারা এমডিসিদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। শীঘ্রই দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তিপ্রা ল্যান্ডের দাবিতে আন্দোলন করবেন বলে জানান তারা।
সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন শ্রীদাম দেববর্মা, দীনেশ দেববর্মারা। আপাতত তিপ্রা ল্যান্ড স্টেট পার্টির কো অর্ডিনেশন কমিটির আহ্বায়ক হয়েছেন শ্রীদাম দেববর্মা। তিনি বলেন তিপ্রা মথা মানুষকে বিভ্রান্ত করছে। প্রদ্যোৎ কিশোর দেববর্মন নিজেই চেয়ারম্যান পদ ছেড়ে চলে গেছেন। তিপ্রা ল্যান্ডের দাবিতে দলের কোন আন্দোলন নেই। নেই দলের সংবিধান গঠনতন্ত্র। তিপ্রা মথার এক্সিকিউটিভ কমিটিই নেই। তাই এই অবস্থায় তারা বের হয়ে এসেছেন।
শীঘ্রই টিএসপি এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আন্দোলনের নামবেন বলে জানান শ্রীদাম দেববর্মা। এদিকে দীনেশ দেববর্মা একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে বলেন, এডিসি নির্বাচনে টিএসপি এর রেজিস্ট্রেশনেই লড়াই করেছিলো তিপ্রা মথা। তাই এখন ওই এমডিসিরা টিএসতপি এর সদস্য হতে বাধ্য। তিনি এমডিসিদের উপর ছেড়ে দেন তারা টিএসপিতে থাকবেন নাকি তিপ্রা মথায় থাকবেন। যদি তিপ্রা মথায় থাকেন তাহলে তাদের এমডিসি এর পদ খারিজের জন্য রাজ্যপালকে দাবি জানানোর পাশাপাশি আইন অনুযায়ী যা করার সবই করবেন। জনজাতিদের স্বার্থে তারা তিপ্রা মথা থেকে পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১১ই সেপ্টেম্বর ২০২৩