আগরতলায় টিআরটিসি এর কার্যালয়ে ই-টিকিটিং পরিষেবা চালু করা হয়েছে। এর সূচনা করেন টিআরটিসি এর চেয়ারম্যান অভিজিৎ দেব। এই উপলক্ষে সোমবার এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ছিলেন দপ্তরের আধিকারিক অশোক পাল, টিআরটিসি এর ভাইস চেয়ারম্যান সমর রায় সহ অন্যান্যরা। ই-টিকিটিং পরিষেবা চালু হওয়ায় এখন থেকে যাত্রীরা অনলাইনে টিকিট বুক করতে পারবেন। পাশাপাশি ভাড়া মেটাতে পারবেন। টিআরটিসি কর্তৃপক্ষের দাবি যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে সময় যেমন বাঁচবে তেমনি ভাড়ার খুচরো নিয়েও কোন সমস্যা হবে না। এদিন ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টিআরটিসি এর কাউন্টার থেকে জাতীয় এবং আন্তর্জাতিক উড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার পরিষেবাও চালু করা হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১১ই সেপ্টেম্বর ২০২৩