আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওবিসিদের স্বার্থে ডেপুটেশনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ছয় দফা দাবিতে ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল গণমঞ্চের কেন্দ্রীয় কমিটি। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২৭ শতাংশ ওবিসি সংরক্ষণ, রাজ্যে ওবিসি ভুক্তদের প্রকৃত সংখ্যা নিরূপনের জন্য জাতিভিত্তিক লোক গণনা করা, আচার্য এবং মোদকদের ওবিসি ভুক্ত করা, রাজ্যে ওবিসি সংরক্ষণ চালু করা সহ আরো কিছু দাবি উত্থাপন করা হয়।

    গণমঞ্চের তরফে সুব্রত ভৌমিক বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচন এলে ওবিসি সংরক্ষণের আওয়াজ তোলে। আর ক্ষমতায় এসে তা ভুলে যায়।
    তাই এবার দাবি পূরণ না হলে গণমঞ্চ আন্দোলনে নামবে বলে জানিয়ে দিয়েছে। রাজ্য সরকার এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর তাদের।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১১ই সেপ্টেম্বর ২০২৩

     

    3/related/default