প্রভু জগদ্বন্ধু সুন্দরের সার্ধশতবর্ষ ও মহানাম অঙ্গনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এই উপলক্ষে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। প্রথম দিন নগর কীর্তন করে টাউন হলে যাবেন তারা। বেলা বারোটায় সেখানে সভা হবে। ১৪ সেপ্টেম্বর সকালে হবে রক্তদান শিবির। এর উদ্বোধন করবেন মন্ত্রী রতন লাল নাথ। দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত ভক্তবাসের দ্বারোদঘাটন করবেন বেনারসের শিবানন্দ বাবা। ১৫ সেপ্টেম্বর ৬৪ মহন্তের ভোগ হবে। দুপুরে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে মহানাম অঙ্গনে। এদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন উপাসক বন্ধু ব্রহ্মচারী সহ নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের কার্যকর্তারা। সকল অংশের ভক্তদের উপস্থিতি কামনা করেন তারা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১১ই সেপ্টেম্বর ২০২৩